বিতর্কিত মানচিত্র ইস্যুতে ভারতে টুইটারের প্রধান মণীশ মাহেশ্বরীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুন) দেশটির উত্তরপ্রদেশের পুলিশ এফআইআর দায়ের করে বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই।
দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, ভারতের বজরং দলের এক নেতা বিকৃত ম্যাপ নিয়ে উত্তরপ্রদেশের বুলন্দশহরে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় এফআইআর। টুইটারের টুইপ লাইফ বিভাগের মানচিত্রে জম্মু-কাশ্মির এবং লাদাখকে ভারতের বাইরের ভূখণ্ড হিসেবে দেখিয়েছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
বিকৃত এই মানচিত্র ভারতীয় একজন টুইটার ব্যবহারকারী সামনে আনেন। পরে অনেকেই এটি নিয়ে টুইটারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।