করোনা মোকাবিলায় ভারত বায়োটেকের সঙ্গে ২ হাজার ৭৪৯ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ভ্যাকসিন কেনার চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল।
ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা ও ফেডারেল কম্পট্রোলার জেনারেল ওয়াগনার রোজারিও মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানায়।
এতে জানানো হয়, এ অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তার আগে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্রুতই এ ঘটনার তদন্ত শেষ করে ১০ দিনের মধ্যেই বিস্তারিত তথ্য দেয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
চুক্তি স্বাক্ষরে দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে ধারণা করছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।