কানাডায় আরও একটি পরিত্যক্ত আবাসিক স্কুলের কাছ থেকে ১৮২ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
বহু বছর আগে, বন্ধ হয়ে যাওয়া ব্রিটিশ কলম্বিয়ার ক্র্যানব্রুক এলাকার কাছাকাছি সেন্ট ইউজিন্স মিশন স্কুল প্রাঙ্গণ থেকে দেহাবশেষগুলো উদ্ধার করা হয়।
তবে, তা স্কুলটির শিক্ষার্থীদের কিনা তা এখনো জানা যায়নি। এক আদিবাসী সংগঠন বুধবার জানায়, তদন্ত চলার কারণে এ ধরনের আরো কবর পাওয়ার আশঙ্কা রয়েছে।
১৯১২ থেকে ১৯৭০ পর্যন্ত ক্যাথলিক চার্চের অধীনে ইউজিন্স মিশন রেসিডেন্সিয়াল স্কুলটি পরিচালিত হয়।