চীনকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বুধবার, দেশটিকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়। ম্যালেরিয়া নির্মূলে প্রায় ৭০ বছর ধরে চলমান ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি পেল চীন।
ম্যালেরিয়ামুক্ত সনদ পাওয়া বিশ্বের চল্লিশতম দেশ হিসেবে নাম লেখাল দেশটি।
চীনের এই অর্জনকে কষ্টার্জিত সাফল্য উল্লেখ করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, দশকের পর দশক ধরে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত পদক্ষেপের ফল এই সাফল্য।
এই ঘোষণার সঙ্গে চীন সেই সব দেশের তালিকায় স্থান পেয়েছে, যারা দেখিয়েছে ম্যালেরিয়ামুক্ত ভবিষ্যৎই টেকসই লক্ষ্যমাত্রা।