কৃষ্ণসাগরে নিজ নিজ সমুদ্রসীমায় সামরিক-পাল্টা সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া এবং ইউক্রেন ও উত্তর আটলান্টিকের সামরিক জোট ন্যাটোর দেশগুলো।
কৃষ্ণসাগরে মোতায়েন রাশিয়ার নৌবহর থেকে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এর ফলে ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা আরও চরমে পৌঁছালো।
পাল্টাপাল্টি এ মহড়ার কারণে যেকোনো মুহূর্তে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের যুদ্ধ বাধার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ক্রিমিয়ায় রাশিয়া তার বিমান প্রতিরক্ষাব্যবস্থা পরীক্ষা করার দুদিন পর এ মহড়া চালাল।
এর আগে, গত সপ্তাহে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, ক্রিমিয়ার কাছে সাগরে একটি ব্রিটিশ যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করেছে তারা। ২০১৪ সালে দেশটি ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া।