মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিসহ সকল কারাবন্দির মুক্তির জন্য দেশটির সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র এ তথ্য জানান।
সম্প্রতি দেশটির বিভিন্ন কারাগার থেকে কয়েক হাজার বন্দিকে মুক্তি দেয়া হয়। এরপরেই এ আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে অপসারণ ও বন্দি করে ক্ষমতায় আসে সামরিক বাহিনী। অভ্যুত্থানের পরপরই মিয়ানমারের গণতন্ত্রপন্থি জনতা দেশজুড়ে বিক্ষোভ ও আন্দোলন শুরু করে।
অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে ৮৮৩ জন নিহত হয়েছেন এবং কারাগারে রয়েছেন ৫ হাজারের বেশি বিক্ষোভকারী।