কানাডায় রানি ভিক্টোরিয়া এবং রানি এলিজাবেথের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
সম্প্রতি, কানাডার বেশ কয়েকটি আদিবাসী স্কুলে শিশুদের গণকবরের সন্ধান পাওয়া যায়। একের পর এক গণকবর সন্ধানের ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় সাধারণ মানুষের মধ্যে। এরই জেরে তাদের ভাস্কর্য উপড়ে ফেলেন বিক্ষুব্ধ জনতা। এসময় অনেককে লাথি মারতেও দেখা যায়। ভাস্কর্যের পাশে নেচে উল্লাস করতে দেখা যায় কয়েকজনকে।
রানি ভিক্টোরিয়ার শাসনামলে ১৮৩৭ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত কানাডা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। এরই প্রেক্ষিতে ক্ষোভ জন্মায় দেশটির সাধারণ মানুষের ভেতর।