জাপানের আতামি শহরে প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধসে অন্তত ১৯ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (০২ জুলাই) এ ভূমিধসের ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, টোকিও’র দক্ষিণপশ্চিমের আতামিতে কাদাযুক্ত পানির প্রবল স্রোতের তোড়ে বেশকিছু ভবন ভেসে যায় এবং আরো অনেক ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে। সেখানে একটি পার্বত্য সড়কের ওপর এ ভূমিধসের সময় অনেক মানুষকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়।
শিজুওকা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, ভূমিধসের ঘটনায় ১৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় সরকার নিখোঁজদের উদ্ধারে সামরিক সহযোগিতার আবেদন জানিয়েছে।