হারারে টেস্টে সাদমান ইসলাম ও নাজমুল শান্তর সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে এ বিশাল লক্ষ্য তাড়া করে ব্যাট করছে জিম্বাবুয়ে।
বিনা উইকেটে ৪৫ রান নিয়ে ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসান। দু’জনের ৮৮ রানের জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার এনগারাভা। ব্যক্তিগত ৪৩ রানে এনগারাভার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন সাইফ।
এরপর স্বাগতিক বোলারদের স্বাচ্ছন্দ্যে মোকাবেলা করে ১৮০ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান সাদমান। মাত্র ১০৯ বলেই দ্বিতীয় সেঞ্চুরিতে পৌঁছান শান্ত। দ্বিতীয় উইকেটে এই দুজন তুলে তুলেন অবিচ্ছিন্ন ১৯৬ রান। জুতসই রান পাওয়ার পর ১ উইকেটে বাংলাদেশ ২৮৪ রান করে ইনিংস ঘোষণা করে। তখন ১১৮ বলে ১১৭ রানে অপরাজিত ছিলেন শান্ত। ১৯৬ বলে ১১৫ রান করেন সাদমান। এই ম্যাচ জিততে হলে তাই জিম্বাবুয়েকে করতে হবে ৪৭৭ রান। টেস্ট ইতিহাসে এত রান তাড়া করে জেতার নজির নেই। ম্যাচ বাঁচাতে হলেও ব্র্যান্ডন টেইলরদের টিকে থাকতে হবে চার সেশনের বেশি সময়।
এর আগে, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ’র অনবদ্য ১৫০ রান, লিটনের ৯৫ রান, তাসকিনের ৭৫ রান ও অধিনায়ক মুমিনুলের ৭০ রানে ভর করে ৪৬৮ রান করে। জবাবে জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হয় ২৭৬ রানে।