হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের বোলিং দাপটে দাপটের সঙ্গে দাপটের সঙ্গে ওয়ানডে সিরিজ শুরু করল বাংলাদেশ । তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ১৫৫ রানে হারালো টাইগাররা ।
সাকিব আল হাসান পূর্ণ করেছেন ৫ উইকেটের কোটা। ৫ উইকেট নিয়ে মাশরাফির ২৬৯ উইকেট টপকে গিয়ে বনেছেন ওয়ানডেতে টাইগার ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি।
এর আগে দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মুশফিকুর রহিমের পর মোস্তাফিজুর রহমানকে ছাড়া নামতে হয়েছে প্রথম ওয়ানডেতে। শূন্য হাতে অধিনায়ক তামিম ইকবালের ফেরা শঙ্কা বাড়িয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর সাকিব আল হাসানও ফিরে গেছেন। মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেনও খুব বেশিক্ষণ টিকতে পারেননি।ব্যাটিংয়ে শুরুতে বিপদে পড়া বাংলাদেশকে টেনে তুললেন লিটন দাস। পরে বোলিংয়ে জিম্বাবুয়ানদের স্রেফ পিষে মেরেছেন সাকিব আল হাসান।
২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ ওভার ৫ বল শেষে ১২১ রান দিয়ে সবকটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।