হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের প্রত্যয়ে দুপুরে নামছে টাইগাররা। ম্যাচটি জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশ ক্রিকেট দলের।
আজ রোববার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা।
প্রথম ওয়ানডেতে জুনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। তবে লিটন-আফিফদের সঙ্গে সিনিয়রদের দায়িত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলে নিশ্চিত হবে বাংলাদেশের সিরিজ। সঙ্গে ওয়ানডে সুপার লিগে পয়েন্ট বাড়বে টাইগারদের।
প্রথম ম্যাচে জয় পাওয়ায়, একাদশে কোনো পরিবর্তন আসবে না বলেই ইঙ্গিত দিয়েছেন টাইগার দলপতি। এখনো ম্যাচ খেলার জন্য ফিট হননি পেসার মোস্তাফিজুর রহমান। চোটের কারণে এই ম্যাচেও হয়তো খেলা হবে না মোস্তাফিজ এর।