হারারেতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল জিম্বাবুয়ে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হারারেতে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০’তে এগিয়ে বাংলাদেশ।
আজ সিরিজ জয়ের প্রত্যয়ে মাঠে নেমেছে টাইগাররা। ম্যাচটি জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশ ক্রিকেট দলের।
প্রথম ম্যাচে জয় পাওয়ায়, একাদশে কোনো পরিবর্তন আসবে না বলে আগে ইঙ্গিত দিয়েছেন টাইগার দলপতি। এখনো ম্যাচ খেলার জন্য ফিট হননি পেসার মোস্তাফিজুর রহমান। চোটের কারণে এই ম্যাচেও হয়তো খেলা হচ্ছে না মোস্তাফিজ এর।