ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই টাইগারদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। এর আগে টি-টোয়েন্টিতে চার বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা। সবগুলো ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের।
চলমান করোনা পরিস্থিতির কারণে তাদের একটু বেশি সুযোগও দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াকে। যদিও বিসিব ব্যাপারটিকে স্বাভাবিকই মনে করছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ম্যাচে তারা অফিসিয়ালদের সঙ্গে হাত মেলানো বা এ ধরনের কোনো কাজ করতে পারবে না। অস্ট্রেলিয়ার দাবি, বল গ্যালারিতে চলে গেলে সেই বলও আর ব্যবহার হতে পারবে না, ব্যবস্থা করতে হবে নতুন বলের।
এবার ঘরের মাঠে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর মোক্ষম সুযোগ মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর সামনে। এই সিরিজে অস্ট্রেলিয়া দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় নেই। খেলছেন না স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স ও অ্যারন ফিঞ্চ। নিয়মিত অধিনায়ক ফিঞ্চ না থাকায় এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। সিরিজের আগে নানা টালবাহানায় বাংলাদেশের কাছ থেকে সুযোগ-সুবিধা বৃদ্ধিই করে চলেছে অস্ট্রেলিয়ানরা।
উল্লেখ্য, এরইমধ্যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ে সফরে না থাকা পেসার রুবেল হোসেন, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিঠুন।
বাংলাদেশ দল:
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।