পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের পর মনে হচ্ছিল বাংলাদেশের জন্য কাজটা বেশ কঠিন। সেটাকেই সহজ করে দিলেন বোলাররা। প্রথম বলেই উইকেট নিয়েছিলেন মেহেদি হাসান। বাংলাদেশি বোলারদের সামনে যেন অজি ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ’র দল।
১৩২ রানের ছোট্ট লক্ষ্যের পেছনে ছুটে শেষ পর্যন্ত ১০৮ রানে গুটিয়ে গেছে সফরকারীদের ইনিংস। শেষ অবধি অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে টাইগাররা।
মেহেদী, নাসুম আর সাকিব মিলে যা করলেন, তা রেকর্ড হয়ে থাকল। দলীয় মাত্র ১১ রানেই অজিদের ৩ উইকেট তুলে নেন টাইগাররা। টি-টোয়েন্টিতে এত কম রানে ৩ উইকেট এর আগে মাত্র একবারই হারিয়েছিল তারা। এবার দ্বিতীয়বারের মত এই দৃশ্যের অবতারণা হলো। এর আগে ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮ রানে ৩ উইকেট পড়েছিল অজিদের।
এর আগে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। আগে ব্যাট করে ১৩২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ওই লক্ষ্য টপকে যেতে ব্যর্থ হয়েছে অজিরা। নাসুম আহমেদ একাই নেন ৪ উইকেট।