অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজে এই প্রথম টস জিতলেন টাইগার ক্যাপ্টেন। এর আগে প্রথম দুই ম্যাচেই টস জিতে ছিল অস্ট্রেলিয়া।
বৃষ্টির বাগড়ায় টস ও ম্যাচের সময় পিছিয়ে গেলেও ওভার কমেনি খেলার। পুরো ২০ ওভারই খেলা হবে। দুই ইনিংসের মাঝের বিরতি কমিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ একাদশ:
মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ:
বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেরি, মিসেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস , অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।