চ্যাম্পিয়নস লিগ স্পট নিশ্চিত করতে ইংলিশ প্রিমিয়ার লিগে কেবল একটি পয়েন্ট প্রয়োজন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। হাতে ছিল দুই ম্যাচ। কিন্তু শেষ রাউন্ডের ম্যাচের আগে লিভারপুলের ক্ষীণ সম্ভাবনাটুকুও শেষ করে সেরা চার নিশ্চিত করেছে তারা। চেলসিকে বিধ্বস্ত করেছে ৪-১ গোলে।
তাতে গত মৌসুমের পর আবার চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পাচ্ছে তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ম্যানইউ। তাদের মতো ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউ ক্যাসল ইউনাইটেড। লিভারপুলকে আগামী আসরে ইউরোপা লিগে খেলতে হবে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলেছে স্বাগতিক ম্যানইউ। ৬ মিনিটে লং ফ্রি কিক থেকে হেড করে গোলের দেখা পান কাসেমিরো। ৪৫+৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন অ্যান্থনি মার্শিয়াল। ৭৩ মিনিটে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে স্কোর ৩-০ করেছেন ব্রুনো। ফাউলটি করেছিলেন ওয়েসলে ফোফানা। তার আরও একটি ভুলের মাশুল দিয়েছে চেলসি। ৭৮ মিনিটে ম্যানইউর হয়ে চতুর্থ গোল আদায় করে নেন মার্কাস র্যাশফোর্ড। ৮৯ মিনিটে অবশ্য একটি সান্ত্বনা সূচক গোল পায় ব্লুরা। তাতে শুধু স্কোর লাইন ৪-১ হয়েছে।
অবশ্য ম্যাচে আধিপত্য বিস্তার করে জয়ের দেখা পেলেও এফএ কাপের ফাইনালের আগে চোট শঙ্কাতেও পড়তে হয়েছে রেড ডেভিলদের। প্রথমার্ধে চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। ৩ জুন ঘরোয়া টুর্নামেন্টটিতে তাদের প্রতিপক্ষ নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।