পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আগামী মাসে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবেন বিশ্বকাপজয়ী মেসি। ধারণা করা হচ্ছে, ফুটবলের এই মহাতারকাকে আগামী ১৬ জুলাই নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেবে মায়ামি। ২১ জুলাই মায়ামির জার্সিতে মাঠে নামার কথা রয়েছে মেসির।
তবে, এর আগে ১৯ জুলাই এমএলএস অল-স্টার্স বনাম আর্সেনালের ম্যাচেও দেখা যেতে পারে আর্জেন্টাইন এই ফুটবলারকে, এমন খবরও প্রকাশ করেছিল ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। তবে, সেই ম্যাচে মাঠে নামা হচ্ছে না মেসির। কারণ, আর্সেনাল ম্যাচের জন্য ঘোষিত দলে সুযোগ মেলেনি এই তারকা ফুটবলারের।
ইতোমধ্যে সেই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে অল-স্টার্স, যেখানে নেই মেসির নাম। চুক্তিসংক্রান্ত জটিলতা দূর করে আর্সেনালের বিপক্ষে অল স্টার্সের জার্সিতে মেসিকে খেলানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল এমএলএল কর্তৃপক্ষ। তবে তা সম্ভব হচ্ছে না।
এদিকে, ধারণা করা হচ্ছে, ইন্টার মায়ামিতে মৌসুমপ্রতি ৫ কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক পাবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এছাড়া অন্য কিছু খাত থেকেও আয়ের সুযোগ পাবেন মেসি।
বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ২ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। সেই পিএসজি থেকে এবার মায়ামিতে যোগ দিতে চলেছেন ফুটবলের এই মহাতারকা।