ঘরের মাঠে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জার্সি উন্মোচন করেছে পাকিস্তান। টিয়া-রঙা জার্সিতে বুকের নিচে দেশের নাম। বুকের ডানপাশে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো, আর বাঁ-পাশে ক্রিকেট বোর্ডের।
জার্সির হাতের নিচ থেকে কোমর পর্যন্ত গাঢ় সবুজ রঙের স্ট্রাইপ, পেছনের দিকে টিয়া-রঙের ওপর খেলোয়াড়ের নাম। ট্রাউজার গাঢ় সবুজ।
জার্সি নিয়ে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে পিসিবি। যেখানে উঠিয়ে আনা হয়েছে ক্রিকেটের প্রতি পাকিস্তানের মানুষের ভালোবাসার বিষয়টি অলি-গলিতে বসে নানা বয়সের মানুষ খেলা দেখছেন, নিজের দল জিতলে করছেন উদ্যাপন। ব্যস্ততার মাঝেও খেলা দেখা বাদ দিচ্ছেন না তারা।
নবনির্মিত গাদ্দাফি স্টেডিয়ামে জার্সি উন্মোচনে অংশ নিয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সদস্যরা। ছিলেন নারী দলের সাদিয়া ইকবাল ও ফাতিমা সানাও।
পাকিস্তানে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রায় ৮ বছর পর বসতে চলা টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল, ম্যাচ হবে ১৫টি। ‘এ’ গ্রুপে থাকা পাকিস্তান প্রথম ম্যাচ খেলতে নামবে উদ্বোধনী দিন, নিউজিল্যান্ডের বিপক্ষে। তাদের অপর দুই গ্রুপসঙ্গী বাংলাদেশ ও ভারত।
গ্রুপপর্বের খেলা শেষ হবে ২ মার্চ। ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনাল শেষে শিরোপা নির্ধারণী ম্যাচ ৯ মার্চ।