বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে আমেরিকান মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পূর্ণ হয়েছে লিওনেল মেসির। এদিন মায়ামির দর্শকদের সামনে হাজির হন মেসি। এরপরই করেন কাঙ্ক্ষিত সেই মন্তব্য। স্প্যানিশ ভাষায় জানিয়ে দেন ভক্তদের সাথে দেখা হচ্ছে মায়ামিতে। ক্লাবটিতে আগামী ২০২৫ সাল পর্যন্ত থাকবেন তিনি।
ক্লাবটির অফিসিয়াল টুইটারে শেয়ার করা এক ভিডিওতে এমনটাই দেখা গেছে। এই প্রথম মেসিকে সরাসরি গোলাপি জার্সিতে দেখা গেলো। আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় পরিচয় করিয়ে দেওয়া হবে মেসিকে। আর যুক্তরাষ্ট্রের ফুটবলে বিশ্বকাপজয়ী এই মহাতারকার অভিষেক হবে আগামী ২১ জুলাই।
এদিকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার প্রতিক্রিয়ায় মেসি জানান, ক্লাবটিতে ক্যারিয়ারের পরের ধাপ শুরু করার ব্যাপারে তিনি বেশ রোমাঞ্চিত। মেসি বলেন, এটি অসাধারণ একটি সুযোগ এবং আমরা একসঙ্গে দারুণ কিছু করব। আমাদের পরিকল্পনা হচ্ছে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করা। আমি এখন আমার নতুন এই ঘরকে সাহায্য করার জন্য অপেক্ষা করছি।
গত ডিসেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে স্বপ্নের বিশ্বকাপ এনে দিয়েছিলেন মেসি। এরপর ইউরোপীয় ফুটবলে দীর্ঘ প্রায় দুই দশকের সাফল্যে ভরা ক্যারিয়ার শেষে নতুন কিছুর আশায় মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ৩৬ বছর বয়সী এই তারকা।