তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের আফগান বধ যেন নতুনের জয়, তারুণ্যের জয়। ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক হলেও টি-টোয়েন্টির রসায়নে একদমই কাঁচা ছিল বাংলাদেশ। অনেক রদবদল আর পরিকল্পনার পরও সীমিত ওভারের ক্রিকেটটা বুঝে উঠতে পারছিল না টিম টাইগার। অবশেষে তারুণ্যের হাত ধরে বাংলাদেশ গাইলো বিজয়ের গান।
চলতি বছরের শুরু থেকেই বদলাতে শুরু করে ২০ ওভারের খেলায় বাংলার ক্রিকেটের চিত্র। প্রথমে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধসিয়ে শুরু, এরপর আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়। সেই সুযোগ যে বাংলাদেশ মিস করতে চায় না তা অধিনায়ক সাকিবের কথায় স্পষ্টই ছিল।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ২ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল সাকিব বাহিনী। দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে নির্ধারিত ১৭ ওভারে ১১৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। তবে বৃষ্টি আইনে বাংলাদেশ জয়ের জন্য পেয়েছে ১১৯ রানের লক্ষ্য। জবাবে ব্যাট করতে নেমে লিটন-আফিফের ঝড়ো ব্যাটিংয়ে ছয় উইকেটের জয় পায় সাকিবের দল।
আফগান সিরিজের এ পারফরম্যান্স ধরে রাখতে পারলে অচিরেই বাংলাদেশ হয়ে উঠতে পারে টি-টোয়েন্টির নতুন পরাশক্তি। কোচ হাথুরুর কড়া শাসন আর সাকিব আল হাসানের নেতৃত্বে এমন স্বপ্ন বাংলাদেশ দেখতেই পারে।