প্রশ্নটা করা হয়েছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছেই। সৌদি ক্লাব আল-নাসরের হয়ে বর্তমানে প্রাক মৌসুমের প্রস্তুতির জন্য পর্তুগালে আছেন তিনি। সেখানেই এক প্রীতি ম্যাচে রোনালদোর কাছে জানতে চাওয়া হয়, এমএলএসে তাকে কখনো দেখা যাবে কিনা। জবাবটা রোনালদো দিয়েছেন চিরচেনা ভঙ্গিমায়। জানিয়ে দিলেন, যুক্তরাষ্ট্রের লিগের চেয়ে সৌদি আরবের লিগ ভালো অবস্থানে আছে। তাই দল না পালটে আল-নাসরেই থাকতে চান তিনি।
শুধু সৌদি লিগের প্রশংসা করেই ক্ষান্ত হননি রোনালদো। সমালোচনার জবাবও দিয়েছেন। রোনালদো বলেন, আমি সৌদি আরবে আসায় তারা আমার সমালোচনা করেছিলো, কিন্তু এখন কি হচ্ছে? আমিই সৌদি লিগে খেলার দরজা খুলে দিয়েছি আর এখন সব খেলোয়াড় এখানে যোগ দিচ্ছে।
পাশাপাশি জানিয়ে দিলেন, ইউরোপিয়ান ফুটবল লিগে কখনই দেখা যাবেনা তাকে। রোনালদো জানান, ইউরোপের দরজা তার জন্য বন্ধ হয়ে গিয়েছে। কারণ তার বয়স এখন ৩৮। এছাড়া ইউরোপিয়ান লিগগুলো অনেক বেশি মান হারিয়ে ফেলেছে। একমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগ-ই বর্তমানে এগিয়ে আছে বলে মনে করেন এই তারকা।
রোনালদোর প্রত্যাশা আগামী এক বছরের মধ্যেই সৌদি লিগ আরও বেশি উন্নত হবে। তখন আরও বেশি তারকা খেলোয়াড়রা সৌদি লিগে যোগ দিবেন বলে মনে করেন, সময়ের সেরা এই তারকা।