স্প্যানিশ দুই জায়ন্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। সেই প্রতিদ্বন্দ্বি ক্লাব রিয়াল মাদ্রিদেই যোগ দেয়ার কথা শোনা যাচ্ছে, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। তবে এক্ষেত্রে বার্সা সভাপতি এক অর্থে স্বাগতই জানালেন এমবাপ্পেকে। হুয়ান লাপোর্তা জানিয়েছেন, ফ্রেঞ্চ এই তরুণকে স্পেনে খেলতে দেখলে আনন্দিতই হবেন তিনি।
বার্সা সভাপতি জানান, তিনি সবসময়ই প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিযোগিতায় পাবার পক্ষে। তারা লিগকে এবং সব ক্লাবকেই ভাল অবস্থানে নিয়ে যায়। তিনি বলেন, এমবাপ্পে অসাধারণ এক খেলোয়াড়। সে যেকোন ম্যাচেই তিনি পার্থক্য গড়ে দিতে পারেন।
তবে, বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়কে প্রতিপক্ষ দলে দেখেও ভীত নন লাপোর্তা। তিনি বলেন, দলটা এগারজনের, একক কোন খেলোয়াড়ের চেয়ে অবশ্যই দলকে আগে প্রাধান্য দিতে হবে।
এদিকে দলবদলের ক্ষেত্রে সৌদি আরবের ক্লাবগুলোর ভূমিকারও সমালোচনাও করেছেন লাপোর্তা। এ মৌসুমে সৌদি ক্লাবগুলোর সব বড় তারকাদের দলে ভেড়ানোর চেষ্টাকে ভাল চোখে দেখছেন না বার্সা সভাপতি। আপাতত দেশটির ফুটবলের উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।