এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবকে হারিয়ে লস ব্লাঙ্কোসরা কিছুটা স্বস্তিতে ছিল। তাদের জয়ের এ ধারা এসে থেমেছে বার্সেলোনার সামনে। গতকাল রাতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ব্যবধান কিছুটা কম হতে পারত। কিন্তু এদিন রিয়ালের হয়ে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের ১৫ মিনিটেই প্রথম লিড পায় বার্সেলোনা। পেদ্রি ফ্রি-কিক থেকে ওসমান ডেম্বেলের উদ্দেশে নিখুঁত পাস বাড়ান। স্প্যানিশ মিডফিল্ডারের দেয়া পাস থেকে গোল করেন ডেম্বেলে। এর মিনিট পাঁচেক পরেই ফাউলের কারণে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস স্পট-কিকে ব্যর্থ হন।
এদিন দীর্ঘদিন পর করিম বেনজেমাকে ছাড়া কোনো এল ক্লাসিকো দেখেছেন দর্শকরা। শেষদিকে গোল শোধ করার চেষ্টায় থাকলেও জালের দেখা পায়নি বার্নাব্যুর ক্লাবটি। উল্টো দ্বিতীয়ার্ধে তারা আরও দুটি গোল হজম করে। এছাড়াও পুরো ম্যাচে গোলবারে লেগে ফিরেছে রিয়ালের একাধিক শট।
আগের ম্যাচে আর্সেনালের কাছে হার বার্সাকে তাতিয়ে রেখেছিল। যদিও কোচ জাভি হার্নান্দেজ পরাজয়ের ম্যাচেও ছিলেন ইতিবাচক। যার তিক্ত ফল পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীরা! ৩-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে।