ইন্টার মায়ামির হয়ে ৮ ম্যাচ খেলে ফেললেও, শীর্ষ লিগ এমএলএসে অভিষেক হচ্ছিল না লিওনেল মেসির। অভিষেকের আগে মায়ামি কোচ জানিয়েছিলেন, আর্জেন্টাইন মহাতারকা খেলবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত নন। সেই ধারাবাহিকতায় মেসিকে ছাড়াই প্রথমার্ধে খেলতে নেমেছিল মায়ামি।
মেসিবিহীন মায়ামি এদিন প্রথমার্ধে বল নিজেদের দখলে রাখলেও, নিজেদের মেলে ধরতে পারেনি। ম্যাচের শুরু থেকে বলের দখলে পিছিয়ে থাকলেও স্বাগতিক নিউইয়র্ক মায়ামি ডিফেন্ডারদের তটস্থ করে রেখেছিল। ফলে ৩০ মিনিট প্রতিপক্ষের গোলবারের লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি মার্টিনোর শিষ্যরা। তবে অবশেষে ম্যাচের ৩৬ মিনিটে লিড পেয়ে যায় মায়ামি। দলটির জার্সিতে অভিষেক গোল করেছেন প্যারাগুয়েন মিডফিল্ডার গোমেজ।
এরপর প্রথমার্ধের বাকি সময় আর গোলের দেখা পায়নি মায়ামি। বিরতির পর মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। আর নেমেই বদলে দেন খেলার চিত্র। মেসি নামার পর বেশ কয়েকবার গোলের সুযোগ সৃষ্টি করে মায়ামি। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিলো না মার্টিনোর শীর্ষ্যরা
তবে ততক্ষণে ম্যাচে ফিরতে শুরু করেছে মায়ামি। ম্যাচের ৮৯তম মিনিটে ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে এলএমটেন বল বাড়ান বেঞ্জামিন ক্রামাশ্চিকে। পরে ফিরতি বল টোকা দিয়ে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। শেষ পর্যন্ত দুই গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।
এই জয়ে ২৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে একধাপ উপরে ওঠে এসেছে মেসিবাহিনী। ১৫ নম্বরে তাদের স্থলাভিষিক্ত হয়েছে টরন্টো এফসি।