দীর্ঘ ৪১ দিন বিরতির পর মেজর লিগ সকারে মাঠে নামে ইন্টার মায়ামি। টানা ম্যাচ খেলায় এদিন শুরুর একাদশে মেসিকে রাখেননি কোচ মার্টিনো। আসলে কোন ঝুকি নিতে চাননি তিনি। তবে আর্জেন্টাইন তারকাকে ছাড়াই প্রথমার্ধে ১-০ গোলের লিড পায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে প্রথমবার এমএলএসে খেলতে নামেন মেসি। আর তাতেই উল্লাসে মাতেন দর্শকরা। সেই আনন্দ মেসি আরো বাড়িয়ে দেন ম্যাচের শেষ বাঁশির আগে। অভিষেকেই চোখ জুড়ানো এক গোল উপহার দেন তিনি উপস্থিত দর্শকদের।
এমএলএসে জয় দিয়ে নিজের অভিষেক রাঙালেও বিপত্তি বাঁধে ম্যাচ শেষে। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রয়োজনে ম্যাচে অংশগ্রহণকারী সকল ফুটবলারদের ম্যাচ শেষে সাক্ষাৎকার দিতে হবে। কিন্তু নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেননি মেসি।
ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা ম্যাচ শেষে জানান, সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না আর্জেন্টাইন মহাতারকা। মূলত এর মাধ্যমে এমএলএসের নিয়ম ভেঙেছেন মেসি। আর এ জন্যই শাস্তি হতে পারে বিশ্বকাপজয়ী এ তারকার। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি লিগ কর্তৃপক্ষ। হাজার হোক, তিনি লিওনেল মেসি। তার জন্য একটু ছাড় তো দেয়া যেতেই পারে।