ক্রিস্টিয়ানো রোনালদো থেকে বেনজেমা, সাদিও মানে থেকে নেইমার। বড় বড় সব তারকারা নাম লিখিয়েছেন সৌদি লিগে। সে তালিকায় যুক্ত হতে যাচ্ছে ৩১ বছর বয়সী লিভারপুল তারকা মোহামেদ সালাহর নাম। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে ফুটবল বিশ্বে। সালাহকে দলে ভেড়াতে লিভারপুলের কাছে রীতিমতো টাকার বস্তা নিয়ে হাজির হয়েছে সৌদি ক্লাব আল ইত্তিহাদ।
গত সপ্তাহেই সালাহর জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাবটি। সে প্রস্তাব রেডস শিবির সরাসরি ফিরিয়ে দিয়েছিলো। তবে তাতে দমে যায়নি ইত্তিহাদ। এবার তারা ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব নিয়ে এসেছে।
সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, দলবদলের নির্ধারিত সময়ের মধ্যেই সালাহকে সৌদিতে নিতে চায় আল ইত্তিহাদ। এমনকি তাকে নেইমার-রোনালদোর চেয়ে বেশি পারিশ্রমিক দেয়ার প্রস্তাবও নাকি দেয়া হয়েছে।
অবশ্য কয়েকদিন আগে মিশরীয় এ তারকা জানিয়েছিলেন, লিভারপুল ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি। সেজন্যই চুক্তি নবায়ন করেছেন। যদিও আন্তর্জাতিক বেশকিছু গণমাধ্যম জানিয়েছে, সৌদির বিশাল বেতনের প্রস্তাব পাওয়ার পর সালাহর মন নাকি গলতে শুরু করেছে। তিনি নিজেও এখন ইত্তিহাদে যেতে চান।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। অলরেডদের জার্সিতে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। লিভারপুলের জার্সিতে ৩০৭ ম্যাচে ১৮৭টি গোল করেছেন মিশরীয় এ তারকা।