চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তানের মতো বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ মনেও বাড়তি উত্তেজনা। এই দুই দলের লড়াইয়ের ট্রেডমার্ক উদযাপন ‘নাগিন’ ডান্স অনেকবারই এসেছে আলোচনায়। যদি গত ম্যাচে দুই দলের কোনো ক্রিকেটারই সেই রূপে ধরা দেননি। লঙ্কানদের মাটিতে ৫ উইকেটের হার দিয়ে এশিয়ান শ্রেষ্ঠত্বের মিশন শুরু করেছে সাকিব আল হাসানের দল।
বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানে অবস্থান করছে টিম টাইগার। তবে সেই ম্যাচের আগেই আফগান লেগ স্পিনার রশিদ খানের কল্যানে আবার আলোচনায় নাগিন ড্যান্স। সামাজিক মাধ্যমে নাগিন রূপে ধরা দিয়ে রশিদ যেন টাইগারদের আগাম বার্তা দিয়ে রাখলেন।
গতকাল আফগান ক্রিকেটাররা নিজেদের এশিয়া কাপের জার্সি উন্মোচন ও ফটোসেশনে অংশ নেন। যেখানে ডান হাতকে বাঁকা করে ‘নাগিন’রূপে হাজির হয়েছেন রশিদ। তারকা এই লেগ-স্পিনার যেন বাংলাদেশকে কাবু করার কথাই স্মরণ করিয়ে দিলেন!
সামাজিক যোগাযোগমাধ্যমে আফগান ক্রিকেট দলের সেসব ছবি শেয়ার করার পর রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। রশিদ খানের এই রূপ দেখে নেটিজেনরা বলছেন, ছবিটির মাধ্যমে আসলে লঙ্কানদের কাছে হারের ক্ষত মনে করিয়ে দিয়ে টাইগারদের খোঁচা দিয়েছেন রশিদ!
কথায় আছে, যত গর্জে তত বর্ষে না। আফগান লেগ স্পিনার রশিদ খান এর আগেও এমন অনেক হুমকি-ধামকি দেখিয়েছিলেন। তবে সব শেষ সিরিজেও টাইগারদের কাছে নাস্তানাভুত হতে হয়েছে আফগানদের। যদিও এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন, তবুও নাগিন ড্যান্স শেষ পর্যন্ত কে নাচে সেটিই এখন দেখার অপেক্ষায় দর্শকরা।