বয়স মাত্র ২৪। এরমাঝেই আফগানিস্তানের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন নাভিন-উল-হক। তবে ইনজুরির সঙ্গে নিয়মিত সখ্যতা তার। যে কারণে টেস্ট ক্রিকেটে দেখা যায় না তাকে। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে নিয়মিত মুখ নাভিন। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও তার কদর আছে বেশ। তবে সেখান থেকেও সরে আসার চিন্তা আছে তার।
নিজের ইন্সটাগ্রাম পোস্টে এই পেসার জানিয়েছেন ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ শেষ করেই তিনি সরে আসবেন ওয়ানডে ফরম্যাট থেকে। ভারতে আগামী ৫ অক্টোবর বসবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আসর। ওই বিশ্বকাপ খেলেই অবসর নেবেন তিনি। ওয়ানডে ফরম্যাট ছেড়ে দেওয়ার কারণ হিসেবে ওয়ার্কলোড কমানোর কথা বলেছেন এই আফগান পেসার।
ইন্সটাগ্রাম পোস্টে নাভিন বলেছেন, ‘বিশ্বকাপের পর আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেব। ওয়ার্কলোড এবং সম্প্রতি যেসব ইনজুরির মধ্যে দিয়ে গিয়েছি তার কারণে এই সিদ্ধান্ত। আমার চিকিৎসক এবং ফিজিও আমাকে এমন পরামর্শই দিয়েছেন।’
ওয়ানডে ছেড়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে মনোযোগ দিতে চান নাভিন উল হক। ক্যারিয়ার দীর্ঘ করতেই তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। এই পেসারের ভাষ্য, এটা তার ভাগ্য যে, বিশ্বকাপে খেলার জন্য তিনি ফিট হতে পেরেছেন।
নাভিন উল হক এখন পর্যন্ত আফগানিস্তানের হয়ে সাতটি ওয়ানডে খেলেছেন। ২০১৬ সালে অর্থাৎ ১৭ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। তিনি ২৭টি আন্তর্জাতিক টি-২০ খেলেছেন। গত মৌসুমে লক্ষ্নৌ সুপার জায়ান্টের হয়ে আইপিএল মাতিয়েছেন তিনি। এরই মধ্যে বিভিন্ন লিগে টি-২০ খেলেছেন ১৪৫টি ম্যাচ।