নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সামনে আমাদের নির্বাচন। তাই এখন সব নেতাকর্মীকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন লুণ্ঠন করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, একই কাজ যেন আমরা না করি। আমাদেরকে সততার সঙ্গে কাজ করতে হবে। আমাদেরকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বিএনপি মানুষের কল্যাণে মানুষের মঙ্গলে কাজ করে। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর স্কুল মাঠে বসন্তপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার ভোট চুরি করে ও দিনের ভোট রাতে, কোটি কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। লুণ্ঠন করে বাংলাদেশকে ফাঁকা করে দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে সে ভারতে পালিয়েছে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, শেখ হাসিনা হাজার হাজার মানুষকে জুলাই-আগস্টে হত্যা করেছে। তাই মানুষ ফুঁসে উঠে শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে। জুলাই-আগস্টে আর্মি, বিডিআর ও পুলিশ একযোগে নামিয়ে তারা ছাত্র-জনতার ওপর গুলি করাল, হাজার হাজার মানুষকে হত্যা করল। এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামল। স্বৈরাচার সরকারকে পতন করে দিল। শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে চলে গেছে ইন্ডিয়ায়। আজও শেখ হাসিনা সেখানে বসে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আওয়ামী লীগ সরকার আমাদের সাড়ে ৩শ নেতাকর্মীকে জেলে পাঠিয়েছিল। একটা নির্যাতন করে তারা ক্ষমতায় টিকে থেকে ছিল। আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছিলাম। কিন্তু ভারত যখন ফারাক্কায় বাঁধ দেয়, ভারত যখন আমাদের ৫৪টা নদীর মুখে বাঁধ দেয়, ভারত যখন আমাদের দেশকে মরুভূমি পরিণত করতে চায়, ভারত যখন এই সুজলা-সুফলা বাংলাদেশকে একটা মরুভূমি তৈরি করতে চায়, নির্বাচনের সময় ভোট ডাকাতে পরিণত করে, হাসিনাকে সমর্থন করে সেই ভারতের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না।
বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও বসন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব,সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ বসন্তপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
জনসভায় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।