বৃষ্টির কবলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ব্রিস্টলে আবারও বৃষ্টির হানা।
বৃষ্টির মাথায় নিয়েই দিনটা শুরুহয়ে ছিলো ব্রিস্টলে। বাংলাদেশ- শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে তাই অনিশ্চয়তা। মাঝখানে বৃষ্টি বন্ধ হয়েছিল। আশার সঞ্চার হয়েছিল ক্রিকটে প্রমিদরে মনে। কিন্তু এ মুহূর্তে সেখানে আবারও বৃষ্টি শুরুহয়েছে।
স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন টস কখন হবে। যদি বৃষ্টি থামে, তাহলে তো ঠিক আছে, বৃষ্টি চলতে থাকলে অপেক্ষাটা দীর্ঘই হবে। এদিকে বাংলাদেশ দল এখনো মাঠেই আসেনি বলে জানা গেছে। আবহাওয়ার অবস্থা বুঝে তারা হোটেল ছাড়বে বলে জানা গেছে। ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগ হয়ে যাবে দুই দলের মধ্যে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি