কাতার বিশ্বকাপে পতুর্গালের বিদায়ের পর অনেকেই ফুটবল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায় দেখে ফেলেছিলেন। কিন্তু ‘সিআরসেভেন’ নিজের বিদায়টা এমন মলিনভাবে লিখতে রাজি ছিলেন না। তাই তো বিশ্বকাপ শেষে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন তিনি। চলতি মৌসুমে আল নাসরের হয়ে সেই রোনালদোই হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য।
গতকাল রাতে সৌদি সুপার লিগের ম্যাচে আখদাউদের বিপক্ষে আল নাসরের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেছেন রোনালদো, যেখানে দুটি গোলই ছিল চোখধাঁধানো। চলতি মৌসুমে আল নাসরের হয়ে ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন রোনালদো, এর মধ্যে সৌদি প্রো লিগে ১৩ ম্যাচে করেছেন ১৫ গোল।
গতকাল আখদাউদের বিপক্ষে রোনালদো প্রথম গোলটি পান ৭৭ মিনিটে। এসময় বক্সের ভেতর ডান পাশ থেকে পোস্ট লক্ষ্য করে বুলেটগতির শট নেন রোনালদো। সামনে থাকা দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে পেরিয়ে বল জালে জড়ায়। দুর্দান্ত এই গোলের পর দারুণ উল্লাসে মাতেন রোনালদো। যদিও রোনালদোর সেরা গোলটি আসে আরও তিন মিনিট পর।
ম্যাচের ৮০ মিনিটে প্রায় ৩০ মিটারের বেশি দূরে থাকা রোনালদোর কাছে বল আসে। রোনালদো প্রথমে বুক দিয়ে বলটা নামিয়ে নেন, তারপর কাউকে বল না বাড়িয়ে সেখান থেকেই বল ‘লব’ করেন। এসময় বক্সের ভেতর প্রতিপক্ষের তিন খেলোয়াড় পাহারায় থাকলেও তাদের তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না। দুর্দান্ত এই গোলের পর রোনালদোর উদ্যাপনও ছিল দেখার মতো। ম্যাচ শেষে একাধিক ছবি পোস্ট করে সবাইকে শুভেচ্ছাও জানিয়েছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।
এই জয়ে সৌদি লিগে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে পয়েন্ট ব্যবধান নামিয়ে এনেছে আল নাসর। আগামী ২ ডিসেম্বর লিগের পরবর্তী ম্যাচে আল হিলালের মুখোমুখি হবে তারা।