১১ বছর ও পাঁচ ফাইনাল হারের পর শিরোপার আক্ষেপ ঘুচিয়ে অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। টুর্নামেন্টের নবম আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা উল্লাসে মাতে রোহিত শর্মার দল। সেখানে রানে ফেরার দিনে ৭৬ রান করে ম্যাচসেরার খেতাব পান বিরাট কোহলি। পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ঘোষণা দেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায়ের।
দলের সঙ্গে শিরোপা উল্লাসের পর সংবাদ সম্মেলনে যান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। কোহলি পর তিনিও একই রাতে ঘোষণা দিলেন বিদায়ের। টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচটা হয়ে থাকল শিরোপা জয়ের, সেটিও আবার দলকে নেতৃত্ব দিয়ে। এমন বিদায়টাই যে চেয়েছিলেন রোহিত। আট মাস আগে আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হারের দুঃস্মৃতি ভুলে সাদা বলে এই ফরম্যাটে রাজার বেশে বিদায় নিলেন হিটম্যান খ্যাত এই তারকা ক্রিকেটার।