কোপা আমেরিকা ফাইনালের দিন দর্শকরা টিকিট ছাড়াই প্রবেশ করতে চাইলে স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলা তৈরি হয়। ওই ঘটনায় আর্জেন্টিনা ও কলম্বিয়ার ম্যাচ শুরু হয়েছে ৮২ মিনিট পর। ম্যাচ শুরু হতে দেরি হওয়ায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে তর্ক করায় কলম্বিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ও তার সন্তানকে গ্রেপ্তার করা হয়, এছাড়া বিশৃঙ্খলা তৈরি করায় আরও ২৫ জনকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।
মায়ামি-ডেড পুলিশ ডিটেক্টিভ আন্দ্রে মার্টিন বলেছেন, কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রামিন জেসুরুন ও তার ছেলে র্যামন জামিল জেসুরুনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারি করেছেন তারা।
গ্রেপ্তার রেকর্ড বলছে, ম্যাচশেষে তারা দুজন একটি টানেল দিয়ে মাঠে প্রবেশ করতে চেষ্টা করেছিলেন, যেখানে সংবাদমাধ্যমগুলো ছিল। তাদেরকে নিরাপত্তারক্ষীরা থামিয়ে দেন। পুলিশ রিপোর্ট বলছে, তারা ম্যাচ শুরু হওয়ার জন্য বিরক্ত ছিলেন। নিরাপত্তারক্ষীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা এক সময় মারামারিতে রূপ নেয়। একজন নিরাপত্তারক্ষী জামিল জেসুরুনের বুকে হাতের তালু দিয়ে ধাক্কা দেন। ফুটবলপ্রধানের ছেলে ওই নিরাপত্তারক্ষীর ঘাড় ধরে মাটিতে ফেলে দুটো ঘুষি মারেন। মাঝরাতে তাদের দুজনকে হাজতে নেওয়া হয়।
কলম্বিয়া ফুটবল ফেডারেশনের কাছে মন্তব্য জানতে চাইলে এই ব্যাপারে সাড়া পাওয়া যায়নি। ৭১ বছর বয়সী জেসুরুন ২০১৫ সাল থেকে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এবং কোপার আয়োজক কনমেবলের ভাইস প্রেসিডেন্টও।
এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, টিকিট ছাড়া দর্শকদের প্রবেশের চেষ্টায় তৈরি হওয়া বিশৃঙ্খলার কারণে তারা অনুতপ্ত।