সৌদি প্রো লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে নিজের চতুর্থ লিগে ন্যূনতম ৫০ গোল করলেন রোনালদো। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা এবং ইতালির সিরি আ–তেও একই কীর্তি গড়েছিলেন এই পর্তুগিজ তারকা। ৩৯ বছর বয়সী রোনালদো ঠিক আগের দিনই ইউটিউব চ্যানেল খুলে দ্রুততম ২০ লাখ সাবস্ক্রাইবারের রেকর্ড গড়েছিলেন। এবার মাঠে নেমে গোলের নতুন রেকর্ড গড়লেন পর্তুগিজ তারকা।
রোনালদো সৌদি লিগের ৫০তম গোলটি করেছেন আল রাদের বিপক্ষে। কিং সৌদ ইউনিভার্সিটির আল আউয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচের ৩৪তম মিনিটে চমৎকার এক হেডে নিজের ৫০ তম লিগ গোল করেন সিআরসেভেন। ম্যাচের দ্বিতীয়ার্ধেও একবার বল জালে জড়ান রোনালদো। তবে ৮৫ মিনিটের সেই গোল ভিএআর অফসাইড হিসেবে বাতিল হয়। শেষ পর্যন্ত ১–১ ড্র নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।
২০২৩ সালের জানুয়ারি থেকে আল নাসরে খেলছেন রোনালদো। ২৩-২৪ মৌসুমে লিগ রেকর্ড ৩৫ গোল করেছিলেন তিনি। ৬৮ বছরের পুরোনো ক্লাব আল নাসরে রোনালদোর আগে ৫০ গোলের মাইলফলক ছোঁয়া ফুটবলার মোহাম্মদ আল সাহলাবি ৭৭ গোল, আবদুল রাজ্জাক হামাদাল্লাহর ৫৬ এবং রোনালদোর ব্রাজিলিয়ান সতীর্থ অ্যান্ডারসন তালিস্কার ৫০ গোল।
সৌদি লিগের ইতিহাসে দ্রুততম ৫০ গোলের মাইলফলক স্পর্শে রোনালদো অবশ্য প্রথম নন। তিনি সময় নিয়েছেন ৪৮ ম্যাচ। বর্তমানে আল শাবাবের হয়ে খেলা সাবেক আল নাসর স্ট্রাইকার হামাদাল্লাহ ৫০ ছুঁয়েছিলেন ৪২ ম্যাচে। আর আল–আহলির সাবেক ফুটবলার ওমর আল সোমাহ এই কীর্তি গড়েছেন ৪৫ ম্যাচে।