দিনের দ্বিতীয় ওভারেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে লিটন দাসের ক্যাচে পরিণত করলেন হাসান মাহমুদ। এরপর শূন্য রানে ফিরতে পারতেন বাবর আজমও। নিশ্চিত জীবন পেয়েও অবশ্য বেশিক্ষণ টিকতে পারলেন না। নাহিদ রানার শিকার হয়ে ফিরতে হলো। হাসান ও নাহিদের পর উইকেটের মিছিলে যোগ দিলেন সাকিব আল হাসানও। তার দখলে গেছে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সৌদ শাকিলের উইকেট।
রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে এখন পর্যন্ত তিন উইকেটের পতন হয়েছে পাকিস্তানের। ১ উইকেটে ২৩ রান তুলে চতুর্থ দিন শেষ করা স্বাগতিকরা এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ৮৪ রান করেছে। এখনো পিছিয়ে আছে ৩১ রানে।
প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ থেমেছে ৫৬৫ রানে। এতে প্রথম ইনিংস থেকে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা স্বাগতিকদের বোলিং তোপে ফেলেন শরিফুল ইসলাম। চতুর্থ দিনে শেষ বিকেলে নিজেদের তৃতীয় ওভারেই আসে সাফল্য। অসাধারণ বোলিংয়ে সাইম আইয়ুবকে ব্যক্তিগত ১ রানে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরান।
আজ শেষ দিনে দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দেন হাসান মাহমুদ। পাকিস্তান অধিনায়কের ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। আল্ট্রাএজে মেলে ব্যাটের কানা স্পর্শের প্রমাণ। ফিরে যান পাকিস্তান অধিনায়ক।
তবে মাসুদের ক্যাচ নেওয়া লিটনই পরের ওভারে শরীফুলের বলে বাবর আজমের সহজ ক্যাচ ছেড়ে দেন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে ফিরতে পারতেন। লিটনের হাতে জীবন পাওয়ার পরও অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি বাবর।
নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফিরতে হয় বাবরকে। অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারিতে কাভার ড্রাইভ করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ঠিকঠাক খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে আঘাত হানে লেগ স্টাম্পে। ৫০ বলে ২২ রান করেন বাবর।
বাবর আজমকে ফিরিয়ে পাকিস্তানের জুটি ভাঙার পরের ওভারেই শূন্য রানে সাউদ শাকিলকে ফেরালেন সাকিব। প্রথম ইনিংসে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন শাকিল।