শেন জার্গেনসেনের বিদায়ের পর গত অক্টোবর থেকেই নিউজিল্যান্ডের বোলিং কোচের পদটা ফাঁকা। সেই জায়গায় সাবেক কিউই অলরাউন্ডার জ্যাকব ওরামকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দায়িত্বে পেয়ে ওরামের প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
কিউইদের হয়ে ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ওরামের অভিজ্ঞতা কাজাতে লাগাতে চায় নিউজিল্যান্ড। যিনি তিনটি ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছেন ৪টি। তাই গ্যারি স্টিডের কোচিং প্যানেলে সমৃদ্ধ ভাণ্ডার নিয়ে যোগ দিচ্ছেন ৪৬ বছর বয়সী।
ওরাম ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্ল্যাক ক্যাপসদের বোলিং কোচ হিসেবে সহায়তা করেছিলেন। একই ভূমিকায় ছিলেন নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলেও। সেখানে ঘরের মাঠে ২০২২ সালের শুরুতে হওয়া নারী বিশ্বকাপে দায়িত্ব পালন করেন তিনি।
নতুন দায়িত্ব পেয়ে ওরাম বলেছেন, তার আর তর সইছে না। এবং নতুন দায়িত্ব নিয়ে কাজ করতে ভীষণ মুখিয়ে, ‘ব্ল্যাক ক্যাপসের হয়ে পুনরায় যুক্ত হতে পেরে ভীষণ রোমাঞ্চবোধ করছি।’
নিজের প্রতিক্রিয়ায় ওরাম আরও বলেছেন, ‘এমন একটি দলের সঙ্গে যুক্ত হওয়া সত্যি সম্মানের। যার গুরুত্ব আমার কাছে অনেক এবং আমার জীবনেরও অনেক বড় অংশ হয়ে আছে।’