দেশের হকির অতি পরিচিত মুখ ফজলু। হকি খেলোয়াড় তৈরির কারিগর ছিলেন তিনি। যার কারণে তার নামের সঙ্গে যোগ হয় ‘ওস্তাদ’। হকির সেই ‘ওস্তাদ’ ফজলু মারা গেছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) ষাটোর্ধ্ব এই কোচের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হকি অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সাবেক হকি খেলোয়াড় ও আম্পায়ার শাহবাজ আলী ফজলুর মৃত্যু প্রসঙ্গে বলেন, ‘বাসায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। মিটফোর্ড হাসপাতালে নেয়া হচ্ছিল এর আগেই..।’
বাংলাদেশের হকিতে নিবেদিতপ্রাণ ছিলেন ‘ওস্তাদ’ ফজলু। তার পুরো জীবনটাই ছিল হকিময়। হকি ছাড়া আর কিছু বুঝতেন না। তারই স্বীকৃতি হিসেবে পেয়েছেন এশিয়ান হকি ফেডারেশনের সম্মাননা। পেয়েছেন আরও কিছু পুরস্কারও।