গত জানুয়ারিতে জোসে মরিনহোকে সরিয়ে ড্যানিয়েল ডি রসিকে কোচের পদে বসিয়েছিল এএস রোমা। ক্লাবের এই কিংবদন্তির অধীনে গত মৌসুমে ভালোই খেলেছিল গিয়ালোরোসিরা। কিন্তু চলতি মৌসুমে বেহাল দশা তাদের। একের পর এক ম্যাচ হেরেই চলেছে রোমা, যে কারণে চাকরি নিয়ে শঙ্কায় ছিলেন ডি রসি।
অবশেষে চাকরিটা হারাতেই হলো ড্যানিয়েল ডি রসিকে। সিরি আ’য় চলতি মৌসুমে চাকরি হারানো প্রথম কোচ হিসেবে নাম লেখালেন ইতালির এই কিংবদন্তি। দায়িত্ব নেয়ার আটমাসের মধ্যেই এএস রোমার কোচের পদ থেকে বরখাস্ত হলেন তিনি।
চলতি মৌসুমে সিরি আয় চার ম্যাচ হয়ে গেলেও এখন পর্যন্ত ৭টি দল কোনো ম্যাচ জিততে পারেনি। তার একটি এএস রোমা। চার ম্যাচের তিনটিতে ড্র করে ৩ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে অবস্থান করছে দলটি। দলের এমন বেহাল দশার কারণে ক্লাবের কিংবদন্তিকে চাকরিচ্যুত করতে দ্বিতীয়বার ভাবেনি রোমা।
রসিকে কোচের পদ থেকে সরিয়ে দেয়ার বিষয়টি বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে রোমা। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘দলের সর্বোচ্চ স্বার্থের কথা ভেবে এই সিদ্ধান্ত নেয়া হলো, যেন দলকে তার কাঙ্ক্ষিত পথে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা যায় যখন মৌসুম মাত্র শুরু হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ড্যানিয়েলকে (ডি রসি) হৃদয় নিংড়ানো ধন্যবাদ, যার জন্য গিয়ালোরোসির এই ক্লাব সবসময় ঘর হয়ে থাকবে, যেভাবে তিনি গত কয়েক মাস নিষ্ঠা এবং নিবেদনের সঙ্গে কাজ করে গেছেন।’
ডি রসি খেলোয়াড় হিসেবে দুই দশকের বেশি সময় রোমায় কাটিয়েছেন। গত জানুয়ারিতে মরিনহোকে বরখাস্ত করা হলে তাকে দায়িত্ব দেয়া হয়। মৌসুম শেষে তার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছিল।
গত রোববার (১৫ সেপ্টেম্বর) জেনোয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচটাই কোচ হিসেবে তার শেষ ম্যাচ হয়ে থাকল। সে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল রসিকে।