সুইডেনে নৈশক্লাবে রাত কাটানোয় আলোচনার মাঝে আছেন কিলিয়ান এমবাপ্পে। নতুন করে জানা গেলো, সুইডেনে এবার ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে তিনি।
সুইডিশ নিউজপেপার আফটনব্লাডেটের দেওয়া খবর অনুযায়ী, ধর্ষণের অভিযোগে এমবাপ্পেকে তদন্তের মধ্যে রেখেছে সেখানকার পুলিশ। যদিও ফরাসি তারকা বিষয়টিকে ফেক নিউজ বলছেন।
আফটনব্লাডেটের খবর অনুযায়ী, একটি ধর্ষণের অভিযোগ পুলিশের কাছে করা হয়েছে। কিন্তু সেখানে অভিযুক্ত কারো নাম বলা নেই। তবে আরেক নিউজপেপার এক্সপ্রেসেন বলছে, অভিযুক্ত হচ্ছেন ২৫ বছর বয়সী এমবাপ্পে!
এই ঘটনার পর বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর কথা বলেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ব্যাপারটাকে মোটেও ভালোভাবে নেননি তিনি। তার মতে, জাতীয় দলের জন্য এটা মোটেও ভালো কিছু নয়। ম্যাচের পর আরও বলেছেন, ‘সবারই যা খুশি লেখার স্বাধীনতা আছে। কিন্তু এই মুহূর্তে দলের পরিবেশটা মোটেও ইতিবাচক নয়।’
তবে এই সংবাদ নিয়ে নিজের সংশয় রেখে সবাইকে সতর্ক করে দিয়েছেন এই বলে, ‘এসব ব্যাপার তুলে আনার ক্ষেত্রে খুবই সতর্ক থাকা উচিত। কোনও কিছু প্রকাশ করার আগে একটু পেছন ফিরে সময় নিয়ে যাচাই বাছাই করা প্রয়োজন। কিন্তু ব্যাপারটা এখন প্রায়ই হচ্ছে। এখন যাচাই বাছাই করা কঠিন কিছু নয়। আমি এমবাপ্পেকে নিয়ে কোনও বিষয়ে কথা বলতে চাই না। সে এখন অনেক বড়, যে নিজেই যোগাযোগটা করে নিতে পারবে।’
এমবাপ্পের প্রতিনিধি দল কর্তৃক এএফপিকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সুইডিশ মিডিয়া আফটনব্লাডেট ওয়েব জুড়ে আজ একটি নতুন অপবাদমূলক গুজব ছড়াচ্ছে। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও দায়িত্বজ্ঞানহীন। তাদের এমন প্রচার অগ্রহণযোগ্য।’