বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন ভেঙে গেল ভারতের। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারার ফলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার আশা শেষ হলো কোহলি-বুমরাহ-পন্তদের। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া শুধু ফাইনালে ওঠেনি, বরং ৩-১ ব্যবধানে সিরিজ জিতে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। ২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথমবারের মতো এই সিরিজ জিতেছে প্যাট কামিন্সের দল।