গাজীপুরের কাপাসিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। খেলায় বালক পর্যায়ে কাপাসিয়া ইউনিয়নকে ১-০ গোলে হারায় রায়েদ ইউনিয়ন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমি, উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরাসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি