বগুড়ার ছেলে মুশফিক-শফিউল ! একদিকে যেমন জাতীয় ক্রিকেট দলের হয়ে ব্যাট-বল হাতে মাঠ কাপাচ্ছেন, ঠিক তেমনই বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের হয়ে খেলছেন তানজিদ, হৃদয়। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট দলের “এ” ক্যাটাগরীতে নিয়মিত খেলে যাচ্ছেন শফিকুল। উদীয়মান এই তিন ক্রিকেটারদের মূল লক্ষ্য জাতীয় দলের হয়ে খেলবেন তারা ।
তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয় ও শফিকুল। তরুণ এ তিন ক্রিকেটারের বেড়ে ওঠা বগুড়ার সদরে। তানজিদ তামিমকে ক্রিকেট পাড়ায় সাবাই চেনে জুনিয়র তামিম নামে। ওপেনার তামিম এবং মিডিলওর্ডার ব্যাটসম্যান হৃদয়। এরা দুজনই জাতীয় অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন। সম্প্রতি তারা নিউজিল্যান্ড সফরে ৪-১ ব্যবধানে সিরিজ জয় করে ফিরেছেন দেশে।
অন্যদিকে, বাংলাদেশ “এ” দলের হয়ে বল হাতে লড়াই করে যাচ্ছেন শফিকুল। জাতীয়দল থেকে মাত্র এক ধাপ পিছিয়ে তিনি। পেসার শফিকুলসহ প্রত্যেকেরই লক্ষ্য জাতীয় দলের হয়ে মাঠে নামবে একদিন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি