বঙ্গবন্ধু বিপিএলের শুরুটা জয় দিয়ে হলেও দ্বিতীয় ম্যাচে খুলনার কাছে ৮ উইকেটে হেরেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আর জয় দিয়েই বঙ্গবন্ধু বিপিএল শুরু করলো মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সের ।
মিরপুর স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৪ রানের স্কোর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স । ১৪৪ রানের টার্গেটে খেলতে নেমেই রীতিমত ঝড়ো গতিতে ব্যাট চালিয়ে জয় তুলে নিয়েছে খুলনা । জয়ের লক্ষ্যে পৌছাতে খুলনা টাইগার্সকে খেলতে হয়েছে মাত্র ১৩.৫ ওভার।
৪ রানে নাজমুল শান্তর বিদায়ে ধাক্কা খেয়ে শুরুটা হলেও পরের অংশে বিধ্বংসী ব্যাটিং উপহার দিয়েছেন আফগান রাহমানুল্লাহ গুরবাজ। ১৯ বলে ৪টি চার ও ৫ ছক্কায় উপহার দিয়েছেন ৫০ রানের ইনিংস। তার সঙ্গী রাইলি রুশোও কম ছিলেন না।
গুরবাজের বিদায়ের পর বাকি অংশে তাণ্ডব চালান এই ব্যাটসম্যান। ৩৮ বলে অপরাজিত ছিলেন ৬৪ রানে। ৭টি চারের সঙ্গে তার ইনিংসে ছিল ২টি ছয়। এছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম ২২ বলে ২৮ রানে করে। নিজেদের প্রথম ম্যাচে ৬ ওবার ১ বল হাতে রেখে জয় তুলে নেয় খুলনা। ম্যাচসেরা প্রোটিয়া রাইলি রুশো।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি