চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে খুলনা টাইগার্স। এবারের আসরে খুলনার এটি তৃতীয় ও রংপুরের চতুর্থ ম্যাচ।
এখন পর্যন্ত ২টি ম্যাচে অংশ নিয়ে শতভাগ সাফল্য পেয়েছে খুলনা। ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় খুলনা। এরপর চট্টগ্রামের মাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে খুলনা। অধিনায়ক মুশফিকুর রহিমের ৫১ বলে ৯৬ রানের সুবাদে রাজশাহী রয়্যালসকে ৫ উইকেটে হারায় খুলনা।
খুলনার বিপরীত অবস্থা রংপুরের। এখন অবধি ৩ ম্যাচ খেলে কোন জয়ের দেখা পায়নি তারা। ঢাকা পর্বে দু’টি ও চট্টগ্রামের মাটিতে ১টি ম্যাচ খেলে রংপুর। কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে ১০৫ রান ও ৬ উইকেটে এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৬ উইকেটে হারে রংপুর। তাই প্রথম জয়ের স্বাদ নিতে মাঠে নামলো রংপুর।
অনলাইন নিউজ ডেস্ক/ বিজয় টিভি