চার মাসের যন্ত্রণাদায়ক বিরতি শেষে, আজ থেকে ক্রিকেটীয় কার্যক্রমে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। পুরো দেশজুড়ে চারটি ভেন্যুতে সীমিত আকারে অনুশীলন শুরু হবে।ব্যক্তিগত অনুশীলনে নামবেন মোট নয় খেলোয়াড়।
বোর্ড নিশ্চিত করেছে কারা অনুশীলন করবেন। তারা হলেন- মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, মোহাম্মদ মিথুন, মাহাদি হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাইম হাসান ও সৈয়দ খালেদ। এই নয়জন খেলোয়াড় বিসিবির নিয়ম মেনে বিভিন্ন ভেন্যুতে অনুশীলন শুরু করবেন।
চার ভেন্যুাহলো- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম।
খেলোয়াড়দের আগামী সাত দিনের অনুশীলনের সময়ও প্রকাশ করেছে বিসিবি। সকল খেলোয়াড় বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে অনুশীলন করবে এবং ইনডোরে শুধুমাত্র ব্যাটিং করা যাবে ও জিমে দৌঁড়ানো যাবে।
মিরপুরে ইনডোরে ব্যাটিং করার সুবিধা পাওয়া যাবে। তবে সিলেট, খুলনা ও চট্টগ্রামে কার্যক্রম সীমাবদ্ধ থাকবে। ঐস্থানগুলোতে শুধুমাত্র দৌঁড়ানো ও জিম করা যাবে।