মহামারী করোনাভাইরাসের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত হয়ে যায়।
সোমবার আইসিসির ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। আইসিসির এক সভা শেষে চুড়ান্তভাবে জানানো হয়েছে, এ বছর আর হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ।২০২০ এর আসর হবে ২০২১ সালের অক্টোবর- নভেম্বরে।
বিশ্বে মহামারী আকার ধারণ করা ছোঁয়াচে ভাইরাস করোনার কারণে অলিম্পিক গেমসসহ বিভিন্ন টুর্নামেন্ট স্থগিত হয়ে যায়।