ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচ পিছিয়ে যাওয়ায় গাজীপুরের ক্যাম্প ছেড়েছেন জাতীয় দলের ফুটবলাররা। এদের মধ্যে করোনা পজেটিভ সাতজন রয়েছেন আইশোলেশনে।
করোনা ভাইরাসের কারণে বুধবার ফের পিছিয়ে দেয়া হয় এশিয়া অঞ্চলের কাতার ২০২২ বিশ্বকাপ ও এশিয়ান কাপ ২০২৩ বাছাইপর্বের ম্যাচ। যার কারণে শুরু হওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্পও সেদিন স্থগিত করে বাফুফে।