নিষেধাজ্ঞার মেয়াদ শেষে সাকিব জাতীয় দলে ফিরবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব আল হাসানের ওপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী ২৯ অক্টোবর। ওই দিন থেকেই সাকিব জাতীয় দলে ফিরবেন বলে জানান তিনি।
শনিবার সংবাদমাধ্যমকে এই তথ্য জানান বিসিবি প্রধান। সবকিছু ঠিকঠাক থাকলে জাতীয় দলের আসন্ন শ্রীলঙ্কা সফরেই খেলতে দেখা যেতে পারে সাকিবকে।
সেপ্টেম্বরের শেষে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর শুরু হবে সিরিজ। এই সফরে তিন ম্যাচের টেস্ট ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের।
তবে সিরিজ দুটির ম্যাচের সংখ্যা এখনো ঠিক করা হয়নি। টেস্ট সিরিজটি হতে পারে দুই-তিন ম্যাচের, আর টি-টোয়েন্টি সিরিজটি তিন ম্যাচের। এই সফরে টেস্ট সিরিজে না পারা গেলেও টি-টোয়েন্টিতে অলরাউন্ডার সাকিবের মাঠে নামার সম্ভাবনা প্রবল।
নিউজ ডেস্ক/বিজয় টিভি