হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদ থেকে ক্যাসিনো কেলেঙ্কারিতে অভিযুক্ত মমিনুল হক সাঈদকে অব্যাহতি দেয়া হয়েছে।
গঠনতন্ত্র অনুযায়ী নিয়মভঙ্গের অভিযোগে এমন সিদ্ধান্ত নেয় ফেডারেশন। এ নিয়ে রবিবার সভাপতির সঙ্গে পাঁচ সহ-সভাপতির বৈঠক অনুষ্ঠিত হয়।
গত সাত মাসের বেশি সময় ধরে ফেডারেশনে আসেন না মমিনুল হক সাঈদ। নির্বাহী কমিটির টানা চারটি সভায়ও অনুপস্থিত ছিলেন তিনি। তার অবস্থান জানতে চেয়ে চিঠিও দিয়েছিল ফেডারেশন। চিঠির জবাব না দিয়ে উল্টো ফেডারেশনকেই আইনি নোটিশ পাঠান মমিনুল হক সাঈদ। আর তাই ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত সাধারণ সম্পাদককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
যা পরবর্তী নির্বাহী কমিটির সভার মাধ্যমে কার্যকর করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি