নিজের ভবিষ্যতের বিষয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে, আসন্ন মৌসুমেও বার্সেলোনার সাথে থাকার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি।
শুক্রবার গোল ডটকমে প্রকাশিত এক ভিডিও সাক্ষাত্কারে এই ঘোষণা দেন তিনি।
মেসি জানান, তিনি তার ক্যারিয়ারের ‘নতুন দিক খুঁজতে চেয়েছিলেন’ তবে ‘ক্লাবের সাথে কোনো আইনি বিবাদে জড়াবেন না।’
মেসির এই ঘোষণার মধ্য দিয়ে তার ভবিষ্যত নিয়ে এক অচলাবস্থার অবসান হলো। কারণ ১০ দিন আগে তিনি মৌসুম শেষে ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন বার্সেলোনাকে। এরপর থেকেই লিওনেল মেসির নতুন ঠিকানা নিয়ে চলছিল নানান কল্পনা-জল্পনা। তাকে ছাড়তে নারাজ ছিল কাতালানরাও।
উল্লেখ্য, বার্সার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। সূত্র: ইউএনবি